পোস্টগুলি

মোয়াবিয়া লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

فَإِنَّهُمْ قَدْ تَرَكُوا السُّنَّةَ مِنْ بُغْضِ عَلِيٍّ আসুন দেখি এই মুয়াবিয়াটা কে ????? তারা আলী (আঃ)- এর প্রতি শত্রুতাবশত সুন্নত ছেড়ে দিয়েছে। ১৯৭. আরাফায় তালবিয়া ৩০০৯. আহমদ ইবন উসমান ইবন হাকীম আঊদী (রহঃ) ... সাঈদ ইবন জুবায়র (রাঃ) বলেনঃ আমি ইবন আব্বাস (রাঃ)-এর সঙ্গে আরাফায় ছিলাম। তিনি বললেনঃ কী হলো লোকদেরকে তোমরা তালবিয়া পাঠ করতে দেখছি না? আমি বললামঃ #মুয়াবিয়া (রাঃ)-এর ভয়ে। এরপর #ইবন_আব্বাস (রাঃ) তার তাবু হতে বের হলেন এবং বললেনঃ (لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ لَبَّيْكَ) তারা #আলী (রাঃ)- এর প্রতি শত্রুতাবশত সুন্নত ছেড়ে দিয়েছে। التَّلْبِيَةُ بِعَرَفَةَ أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عُثْمَانَ بْنِ حَكِيمٍ الْأَوْدِيُّ قَالَ حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ قَالَ حَدَّثَنَا عَلِيُّ بْنُ صَالِحٍ عَنْ مَيْسَرَةَ بْنِ حَبِيبٍ عَنْ الْمِنْهَالِ بْنِ عَمْرٍو عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ قَالَ كُنْتُ مَعَ ابْنِ عَبَّاسٍ بِعَرَفَاتٍ فَقَالَ مَا لِي لَا أَسْمَعُ النَّاسَ يُلَبُّونَ قُلْتُ يَخَافُونَ مِنْ مُعَاوِيَةَ فَخَرَجَ ابْنُ عَبَّاسٍ مِنْ فُسْطَاطِهِ فَقَالَ لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ لَبَّيْكَ فَإِنَّهُمْ قَدْ تَرَكُوا السُّنَّةَ مِنْ بُغْضِ عَلِيٍّ গ্রন্থঃ সূনান নাসাঈ (ইফাঃ) অধ্যায়ঃ ২৪/ হজ্জের নিয়ম পদ্ধতি (كتاب مناسك الحج) হাদিস নম্বরঃ ৩০০৯ তাহক্বীকঃ সহীহ।