সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান
কিছু লেখার ইচ্ছে ছিলোনা কিন্তু ১০ই মহরমকে কেন্দ্র করে দেখতে পেলাম অনেকে শোকের পরিবর্তে অনেক খুশির সংবাদ প্রচার করছে মনে হচ্ছে তাদের বাপ দাদা ঐ সময় ক্যালেন্ডার তৈরী করেছিলো,খুশির সংবাদ গুলো সংক্ষেপে নিচে দিলাম সাথে কিছু কথা-
১)হযরত আইয়ুব (আঃ) কঠিন রোগথেকে মুক্তি পেয়েছিলেন।২) হযরত ঈসা (আঃ) জন্মগ্রহন করেছিলেন।৩) হযরত দাউদ (আঃ) আল্লাহর কাছ থেকে ক্ষমা লাভ করেছিলেন।৭) হযরত সোলেমান (আঃ) তাঁর হারানো রাজত্ব পুনরুদ্ধারে সক্ষম হয়েছিলেন।৮) হযরত ইউনুস (আঃ) মাছের পেট থেকে মুক্তি লাভ করেছিলেন।৯)হযরত ইয়াকুব (আঃ) তাঁর হারানো পুত্রহযরত ইউসুফ (আঃ) কে চল্লিশ বছর পর ফিরে পেয়েছিলেন ।১০) ফেরাউনের স্ত্রী বিবি আছিয়া শিশু মুসাকে গ্রহন করেছিলেন ইত্যাদি।
আপনারা ভাবুন তো মহরমের কারা খুশি হয়েছিলো? আর রক্তের বন্যায় ভেসে কারা শোকে মাতাম করেছিলো?
আজ যারা মহরম আসলে খুশির খবর খবর দিচ্ছে তারা কি নবী পরিবারে শোক আত্নত্যাগকে বলি দিচ্ছেননা? ইমাম হুসাইনের রক্তের বিনিময়ে ইসলামকে আড়াল করার চেষ্টা করছেনা? শোকাবহ মাসে এটা কি আহলে বায়াতের শোককে ভুলে থেকে এজিদ পন্হীদের মত আনন্দ করার জন্য এই বার্তা প্রচার করছেনা?
ভিন্ন প্রসংগে খানিকটা যায় কেউ আছেন মুয়াবিয়ার ভক্ত থাকলে জবাব দিয়েনতো?
১) শয়তান মুয়াবিয়া(লা) মক্কা বিজয়ের পর মদীনাতে যায়নি তাহলে সে কাতেবী ওহী হলো কিভাবে?
২) ওসমান(র:) কোরআন বোর্ড তৈরী করলেন কিন্তু মুয়াবিয়ার ওহী লিখক কিন্তু কোরআন সংকলনে তার অপরিহার্য নেই কেন?
৩) মুৃয়াবিয়া মুনাফিক না হলে এজিদকে ক্ষমতায় বসালো কেন?
৪) আবু বকরের ছেলে মুহাম্মাদ বিন আবুবকর কে ঘোড়ার চামড়া বেধে আগুন লাগিয়ে মারলো কেন?
৫) আলী(আ:) পাক পান্জাতনের একজন তার সাথে সিফফিনের যুদ্ধ করলো কেন?
৫) ইমানদার কি পাক পান্জাতনের বিরুদ্ধে অস্ত্র ধরতে পারে?
৬) মুয়াবিয়া লুচ্চা লম্পট,বদমাশ না হলে ১৬ বছরের যুবতী মেয়েকে উলংগ সর্ব শরীর দেখে লাঠি দিয়া নাড়া দিয়ে অঙ্গপ্রত্যঙ্গ গুলো ভোগ সামগ্রিরর মতো বাসনা করে কেন?
৭) যারা নবী নবী করে গলা শোকাও নবী(স:) তো বলেছেন - মুনাফিক আলীর বিরুধীতা করবে মুমিন নয়, তাহলে মুয়াবিয়া আলী (আ:) বিরুদ্ধে অস্ত্র ধরে মুমিন হয় কিভাবে?
৮) ইমাম হাসান (আ:) কে বিষ প্রয়োগ করিয়ে মারলো কেন?
৯) হযরত আলী (আ:) কে পলিটিক্যাল কিলিং করলো কেন?
১০) মহরম আসলে তোমরা এতো খুশির সংবাদ বলো এগুলো কি এজিদের মতো মহরমকে শোকের পরিবর্তে আনন্দে পরিবর্তন করার পায়তারা নয় কি?
কপি
মন্তব্যসমূহ