সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান
#ইন্না শা-নি’আকা হুওয়াল আবতার’ #পর্ব-১যে কেউ যখন কোন মিথ্যা বলে তার কোন না কোন কারন থাকে, জানি না মাওলা মুহাম্মদ সঃ কে চল্লিশ বছরে নবী বলার পিছনে কি কারন থাকতে পারে! হয়তো কারন টা এমন যে কেউ যখন তাকে ( যে মিথ্যা বলবে) জিজ্ঞেস করে যে তোমার বুজুর্গ তো চল্লিশ বছর পর্যন্ত মুর্তিপুজা করেছে! সে তোমার রাহবার হয় কিভাবে? তখন তাকে বাধ্য হয়েই মিথ্যা বলতে হয় যে, “চল্লিশ বছর তো হুজুরও নবী ছিলেন না!” এটা তার মুর্তিপুজারী রাহবার কে বাচানোর চেষ্টা। আমি তাকে দোষ দিই না। আশ্চর্য হই তখন যখন ওরাই আবার “ঈদে মিলাদুন্নবী” পালন করে। কেন ভাই?? আপনাদের হিসাবে তো মুহাম্মদ সঃ জন্মের সময় নবী ছিলেনই না! তাহলে কার জন্মদিন পালন করেন?ঈদ ই মিলাদুন্নবী তাদের জন্য, যারা বিশ্বাস করে আল্লাহ্ সর্বপ্রথমে মুহাম্মদের নূর সৃষ্টি করেছেন। যারা বিশ্বাস করে আউয়ালুনা মুহাম্মদ, আখেরুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, কুল্লানা মুহাম্মদ।“ যারা বিশ্বাস করে, এমনকি জিব্রাঈলের জন্মের আগেও মাওলা মুহাম্মদ নবীই ছিলেন। যারা এটা বিশ্বাস করেন ‘আদম কে সৃস্টির আগেও আমি নবীই ছিলাম। অনেকেই দাবী করতে পারেন আমি যে রেওয়ায়েত গুলি উল্লেখ করলাম সেগুলি জঈফ, সে জন্য শুধু রেওয়ায়েত না আয়াতও দিলাম সুরা আন’আমের ১৬২-১৬৩ আয়াতে আল্লাহ্ বলেনঃ “আপনি বলুনঃ আমার নামায, আমার কোরবাণী এবং আমার জীবন ও মরণ বিশ্ব-প্রতিপালক আল্লাহরই জন্যে।”“তাঁর কোন অংশীদার নেই এবং আমি এতেই আদিষ্ট হয়েছি এবং আমি প্রথম মুসলমান।” দেখুন তো কে প্রথম মুসলিম? তাইলে ইব্রাহীম আঃ? বা আদম আঃ??তারাও তো ইসলামেরই নবী ছিলেন! তাহলে তারা কেন প্রথম মুসলিম নন? যাই হোক যারা এই বিশ্বাসে বিশ্বাসী, তাদেরকে জানাই ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা। ঈদ মুবারক।লিখতে বসেছি সেই সত্ত্বার জন্মদিন এর কথা যিনি রাহমাতুল্লিল আলামিন,। সেদিন আমাকে ইনবক্সে এক ভাই বললো আপনাদের ইতিহাস শিয়াদের বানানো, আমাদেরটার চেয়ে আলাদা। আমি বললাম কেন? বললো আপনারা সতেরোই রবিউল আউয়াল রসুলের বেলাদত বলেন, ১২ কে মানেন না! আমি বললাম আমি কি মুনাফিক যে “১২ কে অস্বীকার করবো! আমি তো এই দুয়া করি যে সবাই ১২ ই মানুক ( আল্লাহই জানে কি বুঝলো) ১২,১৭ এগুলি তারিখ, তারখের হিসাবের আগেও আমার মাওলা ছিলেন! রবিউল আউয়াল চাদের মাস, চাঁদ ছিলোনা কিন্তু আমার মাওলা ছিলেন। চাঁদ চলে সুর্যের আলো দ্বারা, সুর্য ছিলোনা, আমার মাওলা ছিলেন, সুর্য তো দুরের কথা সৌরজগতের কিছুই ছিলোনা আমার মাওলা ছিলেন, এবং নবীই ছিলেন। যারা ১২ ই রবিউল আউয়াল কে বেলাদত দিবস মানেন তাদের সন্মানে আজ থেকে লিখা শুরু করলাম মাওলা চাইলে চলবে ১৭ পর্যন্ত।
মন্তব্যসমূহ